ইজরায়েলের সেনা ঘাঁটি লক্ষ্য করে ৬০টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ

 

 

আন্তর্জাতিক ডেস্ক :

 

ইজরায়েলের সেনা ঘাটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। লেবাননে সক্রিয় শিয়া সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে একথা উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার উত্তর ইজরায়েলের লোয়ার গ্যালিলি সেনা এবং বিমানঘাঁটি লক্ষ্য করে ওই রকেট হামলা চালানো হয়েছে।

অপরদিকে এর জবাবে উত্তর-পূর্ব লেবাননে হিজবুল্লার একটি অস্ত্র উৎপাদন কারখানায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। হামলা চালিয়েছে বেক্কা উপত্যকার জনবসতি অঞ্চলেও। ইজরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, লেবাননের যে জায়গা থেকে রকেট হামলা চালানো হয়েছে, সেই জায়গা লক্ষ্য করে ‘প্রত্যাঘাত’ করা হয়েছে। তবে হামলা এবং পাল্টা হামলা, দু’টি ক্ষেত্রেই ক্ষয়ক্ষতির কোনও খবর জানা যায়নি।

ইজরায়েলি বাহিনীর লোয়ার গ্যালিলি সেনা এবং বিমানঘাঁটির অবস্থান লেবানন সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। বৃহস্পতিবার রাতে হিজবুল্লা বাহিনী ওই ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৬০টি ‘কাতুসা’ রকেট ছোড়ে। তবে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ রকেটকেই ধ্বংস করে দেয় বলে তেল আবিবের দাবি। কয়েক দিন আগে দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে ইজরায়েলি সেনার অনুপ্রবেশের জবাব দিতেই এই হামলা বলে মনে করা হচ্ছে।

হিজবুল্লা কথার অর্থ ‘আল্লার দল’। ইরানের মদতপুষ্ট লেবাননের শিয়া মুসলিমদের এই দল বিভিন্ন সময়ে আলোচনায় থেকেছে। ১৯৮০-র দশকে লেবাননের গৃহযুদ্ধের মধ্যেই হিজবুল্লা গোষ্ঠী তৈরি হয়েছিল। ১৯৯২ সাল থেকে এই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন ধর্মগুরু এবং রাজনৈতিক নেতা হাসান নাসরাল্লাহ।

এছাড়াও

পদত্যাগ করে দলের দায়িত্ব নিন, প্রধান উপদেষ্টাকে দুদু

পদত্যাগ করে দলের দায়িত্ব নিন, প্রধান উপদেষ্টাকে দুদু

দেশনেত্র প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস তার ছেলেদের দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *