দেশনেত্র ডেস্ক :
গত বছর থেকে ইউক্রেনে চলমান যুদ্ধে সহযোগিতার জন্য উত্তর কোরিয়া রাশিয়াকে সাত হাজার কনটেইনার গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন-সিক। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেছেন।
উত্তর কোরিয়া স্বল্পপাল্লার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দক্ষিণ কোরিয়া ও জাপানের সেনাবাহিনী দাবি করার পর শিন ওন-সিক এই দাবি করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
মার্কিন ও দক্ষিণ কোরীয় কর্মকর্তারা অভিযোগ করে আসছেন, রাশিয়াকে কামানের গোলা, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে পিয়ংইয়ং। এর মাধ্যমে ইউক্রেনে যুদ্ধরত রাশিয়া নিজের গোলাবারুদের ঘাটতি মোকাবিলা করতে সক্ষম হচ্ছে। গত বছর সেপ্টেম্বরে উত্তর কোরীয় নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর অস্ত্র সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।
দক্ষিণ কোরীয় কর্মকর্তা ও বেসরকারি বিশেষজ্ঞদের মতে, বিনিময়ে রাশিয়ার কাছ থেকে অতি প্রয়োজনীয় খাবার ও অর্থনৈতিক সহযোগিতা এবং সামরিক সহায়তা নিচ্ছে উত্তর কোরিয়া।
সিউলে সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন বলেছেন, তাদের সেনাবাহিনী মনে করে, শুরুতে রাশিয়ায় অস্ত্র সরবরাহে জাহাজের ওপর নির্ভর করলেও এখন ক্রমবর্ধমানভাবে রেল নেটওয়ার্ক ব্যবহার করছে পিয়ংইয়ং। রাশিয়ার স্থল সীমান্ত দিয়ে এসব অস্ত্র পাঠানো হচ্ছে।
তিনি বলেছেন, কয়েক মিলিয়ন কামানের গোলা ও অন্যান্য সরঞ্জামের বিনিময়ে ৯ হাজারের বেশি কনটেইনার ত্রাণ পেয়েছে উত্তর কোরিয়া। রাশিয়া হয়তো পিয়ংইয়ংকে জ্বালানিও সরবরাহ করছে, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার লঙ্ঘন।