দেশনেত্র ডেস্ক :
প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন ট্রাম্প, যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রাইমারিতে জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ওই অঙ্গরাজ্যের সাবেক গভর্নর নিকি হ্যালি।স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে হ্যালি ৭৭ বছর বয়সী ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ট্রাম্পের আরেকবার প্রেসিডেন্ট হলে তা রাষ্ট্রের জন্য বিশৃঙ্খলা নিয়ে আসবে।
সাউথ ক্যারোলাইনায় ট্রাম্পের জয়ের ব্যবধান তাৎক্ষণিকভাবে প্রকাশিত হয়নি। তবে ধারণা করা হচ্ছে, বড় ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্প।
সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে পরাজয়ের প্রতিক্রিয়ায় হ্যালি বলেন, আজই আমাদের গল্পের শেষ নয়। আমরা আমেরিকার জন্য লড়াই করে যাব।
আগামী সপ্তাহেই সুপার টুয়েসডে’র প্রাইমারির মহালড়াইয়ে নামবেন ট্রাম্প ও হ্যালি। আগামী ৫ মার্চ যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে প্রাইমারি নির্বাচন হবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়বেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।