আন্তর্জাতিক ডেস্ক:
বেলুচিস্তানে হামলার জবাবে এবার ইরানে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ইরানের সিস্তান-ও-বেলুচিস্তান প্রদেশে ‘সন্ত্রাসী আস্তানা’ লক্ষ্য করে এ হামলা চালায় পাকিস্তান।
তেহরানের হামলার ৪৮ ঘণ্টা পর এর প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালালো ইসলামাবাদ। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর দ্য ডনের।
বিবৃতিতে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তান অত্যন্ত সমন্বিত এবং বিশেষভাবে ইরানে সামরিক হামলা চালিয়েছে। ‘মার্গ বার সরমাচার’ নামে গোয়েন্দাভিত্তিক এ অভিযান চালিয়ে তারা বেশ কজন ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে।
স্থানীয় ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, পাকিস্তানের এ হামলায় তিন নারী ও চার শিশু নিহত হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে ইরানের হামলার লক্ষ্য ছিল স্বদেশি সন্ত্রাসী গোষ্ঠী!
এর আগে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে দুই পাকিস্তানি শিশু নিহত ও একজন আহত হয়েছে। এর জের ধরে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং তেহরান থেকে নিজেদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান।
এ হামলার বিষয়ে বুধবার (১৭ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পাকিস্তানে চালানো যে বিমান হামলায় দুই শিশু নিহত হয়েছে, তা একটি ‘ইরানি সন্ত্রাসী গোষ্ঠীকে’ লক্ষ্য করে চালানো হয়েছিল।