নববর্ষের প্রথম প্রহরে ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা
সংগৃহীত ছবি

নববর্ষের প্রথম প্রহরে ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

দেশনেত্র অনলাইন :

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ইসরাইলের একাধিক শহর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনি হামাস যোদ্ধারা। এসময় নববর্ষের অনুষ্ঠান পালন বাদ দিয়ে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হয় বহু ইসরাইলি। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার স্থানীয় সময় রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে রাজধানী তেল আবিবসহ মধ্য ও দক্ষিণ ইসরাইলে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। খবর পার্সটুডে ও আল জাজিরার।

এদিন হামাসের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই তেল আবিবসহ বহু ইসরাইলি শহরে সাইরেন বাজতে শুরু করে। এসময় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে।

আল-মায়াদিন টিভি জানিয়েছে, নববর্ষের প্রথম প্রহরে জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লাহ শহর থেকেও রকেট হামলা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে ইসরাইলের আকাশে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র। এসময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ১০টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।

ইসরাইলি গণমাধ্যমগুলো বলছে, এদিন গাজা থেকে তেল আবিবে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এর আগে অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরাইল।

এছাড়াও

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *