আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়া প্রায় ১০০ নেপালি নাগরিকের সন্ধান পাওয়া যাচ্ছে না। বিভিন্ন ভিসায় রাশিয়ায় গিয়ে প্রায় ২০০ নেপালি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন বলে আশঙ্কা করছে কাঠমান্ডু। রুশ বাহিনীতে যোগ দেওয়া নাগরিকদের কয়েকজন নিহতও হয়েছেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
নেপালের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাতকারে পররাষ্ট্রমন্ত্রী এনপি সাউদ বলেন, ‘রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়া ২০০ নেপালির প্রায় ১০০ নেপালি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে। এ ছাড়া রাশিয়া–ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে সাতজন নেপালি নিহত হয়েছেন বলে জানা গেছে।’
বিষয়টি নিয়ে আলোচনার জন্য নেপালে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়। পররাষ্ট্রমন্ত্রী নেপালের ন্যাশনাল নিউজ এজেন্সিকে বলেন, ‘বিদেশি কর্মসংস্থান ভিসা, শিক্ষা ভিসা এবং ভিজিট ভিসার মাধ্যমে রাশিয়ায় যাওয়া প্রায় ২০০ নেপালি যুবক রাশিয়া যান। তাঁরা রুশ সেনাবাহিনীতে যোগ দেন বলে অনুমান করা হচ্ছে।’
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেওয়া নেপালিদের সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এনপি সাউদ। এ ছাড়া রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধে অন্তত চারজন নেপালি ইউক্রেনের হাতে বন্দি হয়েছেন। তাদের উদ্ধারে ইউক্রেন সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী।
গত বছর ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। যুদ্ধের শুরু দিকে হাজারো রুশ সৈন্য নিহত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তাঁর এমপিরা রুশ আইনে কিছু পরিবর্তন আনেন। সেনাবাহিনীতে বিদেশিদের যোগদান সহজ ও আকর্ষণীয় করতে আইন সংশোধন করা হয়। রীতিমতো মোটা অংকের বেতন থেকে শুরু করে রাশিয়ার নাগরিক হওয়ার প্রক্রিয়া সহজ করাসহ নানা সুবিধা দেওয়া হয়। এমন লোভনীয় সুবিধার কারণে নেপালের বেকার যুবকেরা রুশ বাহিনীতে যোগ দেয় বলে মনে করা হচ্ছে।