ভারতে ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন পাঁচজন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কেরালায় একজনের শরীরে ‘জেএন.১’ নামে করোনার নতুন একটি উপধরনের সন্ধান পাওয়া গেছে। ভাইরাসটি নিয়ে বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করলেও রাজ্য সরকার নাগরিকদের আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছে।
১৭ ডিসেম্বর যে ৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের ৪ জনই কেরালার বাসিন্দা। বাকি একজন উত্তরপ্রদেশের। করোনার জেএন.১ নামের নতুন এই উপধরন গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রথম পাওয়া যায়। এরপর এটি বেশ কয়েকজন রোগীর শরীরে পাওয়া যায়।
শুধু ভারতের দু-এক রাজ্যে নয়, বিভিন্ন দেশেই ফের দেখা যাচ্ছে কোভিডের সংক্রমণ। তাই এ নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মারিয়া ভান কেরকোভে বলেছেন, এ মুহূর্তে যত করোনা আক্রান্ত রোগী আছেন, তাদের ৬৮ শতাংশের দেহে রয়েছে এক্সবিবি উপধরন। বাকি রোগীদের দেহে ঘুরছে জেএন.১।
সম্প্রতি চীনেও জেএন.১ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ৭ জনের শরীরে মিলেছে এই ভাইরাস।