আন্তর্জাতিক ডেস্ক :
অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাকে বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) রাতে অন্য একটি গাড়ির সঙ্গে বাইডেনের গাড়ির সংর্ঘষ হয়। যদিও দুর্ঘটনার পর অক্ষত রয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থার রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
জো বাইডেন এবং তার স্ত্রী ফাস্ট লেডি জিল বাইডেন হেডকোয়াটারে একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার পরই তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনার পর দুজনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে বাইডেনের নিরাপত্তাকর্মীরা।
এ দুর্ঘটনার পর হোয়াইটহাউসের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে- ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের জন্য একটি সভায় অংশ নিয়েছিলেন বাইডেন ও তার স্ত্রী। সেখান থেকে ফেরার পথেই রোববার স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
টেলিভিশনের ফুটেজে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিসের এজেন্টরা বাইডেনকে তার গাড়িতে করে নিয়ে যাচ্ছে।