স্পোর্টস ডেস্ক :
খুবই বাজে সময় পার করছেন নেইমার জুনিয়র। একেতো গোড়ালির ইনজুরির জন্য মাঠের বাইরে সময় পার করছেন তার উপর ঘটলো তার পরিবারের সাথে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ।
নেইমারের বান্ধবী ব্রুনার বাড়িতে ঘটেছে ডাকাতির ঘটনা। এমন সময় তিন ডাকাত তাদের সদ্যোজাত কন্যা সন্তানকে অপহরণের চেষ্টা করে।
মঙ্গলবার (৭ নভেম্বর) ব্রাজিলের স্থানীয় সময় ভোরে ব্রুনার বাড়িতে প্রবেশ করে তিন জন সশস্ত্র ডাকাত। সেই বাড়িতে থাকা সদস্যদের বারবার জিজ্ঞাসা করা হয় ব্রুনা এবং সেই সদ্যোজাত সন্তান কোথায় রয়েছেন। এসময় ব্রুনার বাবা ও মায়ের হাত-মুখ বেঁধে টাকা পয়সার ব্যাগ, ঘড়ি, গয়না লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
নিজের বাড়িতে ডাকাতির ঘটনার পরই সামাজিক মাধ্যমে ব্রুনা লেখেন, ‘আমার মা-বাবাকে বেঁধে রেখে ভোরে আমার বাড়িতে ডাকাতি হয়েছে। আমি, আমার সন্তান আর আমার বোন সেখানে আর থাকি না। ঘটনার সময়েও ছিলাম না। ঈশ্বরের ইচ্ছায় আমরা সবাই ভালো আছি। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা সকলেই ধরা পড়েছে।’