ইন্টারন্যাশনাল ডেস্ক :
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার দৌড়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনে চেয়ে শক্ত অবস্থানে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়ে শক্ত অবস্থানে রয়েছেন।
বিভিন্ন অঙ্গরাজ্যে চালানো মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের জরিপে দেখা গেছে বাইডেনের চেয়ে গড়ে ৪৪ থেকে ৪৮ শতাংশ এগিয়ে রয়েছেন ট্রাম্প।
রোববার (৫ নভেম্বর) এ জরিপের ফল প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।
চলতি বছরের ২২ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে ৩ হাজার ৬৬২ জন নিবন্ধিত ভোটারের ওপর জরিপটি চালানো হয়। এর প্রাপ্ত ফলে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফল নির্ধারণকারী ছটি গুরুত্বপূর্ণ সুইং স্টেট – নেভাডা, জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিন এবং পেনসিলভানিয়ার মধ্যে পাঁচটিতেই এগিয়ে রয়েছেন ট্রাম্প। শুধুমাত্র একটি স্টেটে ট্রাম্পের চেয়ে মাত্র ২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন।