মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের চেয়ে শক্ত অবস্থানে ট্রাম্প!
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের চেয়ে শক্ত অবস্থানে ট্রাম্প!

ইন্টারন্যাশনাল ডেস্ক :

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার দৌড়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনে চেয়ে শক্ত অবস্থানে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  চেয়ে শক্ত অবস্থানে রয়েছেন।

বিভিন্ন অঙ্গরাজ্যে চালানো মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের জরিপে দেখা গেছে বাইডেনের চেয়ে গড়ে ৪৪ থেকে ৪৮ শতাংশ এগিয়ে রয়েছেন ট্রাম্প।

রোববার (৫ নভেম্বর) এ জরিপের ফল প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।

চলতি বছরের ২২ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে ৩ হাজার ৬৬২ জন নিবন্ধিত ভোটারের ওপর জরিপটি চালানো হয়। এর প্রাপ্ত ফলে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফল নির্ধারণকারী ছটি গুরুত্বপূর্ণ সুইং স্টেট – নেভাডা, জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিন এবং পেনসিলভানিয়ার মধ্যে পাঁচটিতেই এগিয়ে রয়েছেন ট্রাম্প। শুধুমাত্র একটি স্টেটে ট্রাম্পের চেয়ে মাত্র ২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন।

জরিপে দেখা গেছে, নেভাডা অঙ্গরাজ্যে বাইডেনের চেয়ে ১১ পয়েন্টে, জর্জিয়াতে ৬ পয়েন্টে, অ্যারিজোনায় ৫ পয়েন্টে, মিশিগানে ৫ পয়েন্টে, পেনসিলভানিয়ায় ৪ পয়েন্টে বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। শুধুমাত্র উইসকনসিন রাজ্যে ট্রাম্পের চেয়ে মাত্র ২ পয়েন্টের ব্যবধানে বাইডেনকে এগিয়ে রেখেছেন মার্কিন ভোটাররা।
 
জরিপ অনুসারে, বহু ভোটার মনে করেন, গত তিন বছরে বাইডেনের অনেক নীতি-কর্মসূচি তাদেরকে আঘাত করেছে। তারা বাইডেনের কর্মকাণ্ড নিয়ে অসন্তুষ্ট। এছাড়াও জরিপের মতে, বাইডেন ও ট্রাম্প কেউই জনপ্রিয় নন। তবে বর্তমান প্রেসিডেন্টের কর্মসূচি নিয়ে ভোটাররা মত দিয়েছেন, দেশ এখন আর সঠিক পথে নেই।
এছাড়াও ৭১ শতাংশ ভোটার মনে করেন, ৮১ বছর বয়সী বাইডেন যোগ্য প্রেসিডেন্ট হিসেবে দেশ চালানোর জন্য বেশ বয়স্ক। অন্যদিকে, ৭৭ বছর বয়সী ট্রাম্পের বিষয়েও একই কথা বলেছেন ৩৯ শতাংশ ভোটার।

 

 

এছাড়াও

পদত্যাগ করে দলের দায়িত্ব নিন, প্রধান উপদেষ্টাকে দুদু

পদত্যাগ করে দলের দায়িত্ব নিন, প্রধান উপদেষ্টাকে দুদু

দেশনেত্র প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস তার ছেলেদের দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *