গাজায় এক মাসে প্রায় ৪ হাজারের বেশি শিশু নিহত
ফাইল ছবি

গাজায় এক মাসে প্রায় ৪ হাজারের বেশি শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় এক মাস ধরে গণহত্যা চালাচ্ছে ইসরাইল। চলমান সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে চার হাজার আটটি শিশু নিহত হয়েছে

রোববার (৫ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়,  ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলমান এ  সংঘাতে এখন পর্যন্ত ৯ হাজার ৭৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৮ জনই শিশু।

সবশেষ পাওয়া তথ্যমতে,সোমবার (৬ নভেম্বর) সকালে গাজার জাওয়াইদা এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

এর আগে, রোববার (৫ নভেম্বর)  বিকেলে সেন্ট্রাল গাজায় অবস্থিত বুরেজি শরণার্থীশিবিরে ইসরাইলের বিমান হামলায় ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আল আকসা হাসপাতাল।
গাজায় এক মাসে প্রায় ৪ হাজারের বেশি শিশু নিহত
 
এছাড়াও আলজাজিরার ভ্যারিফায়েড বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, বুরেজি শরণার্থীশিবিরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষদের হন্য হয়ে খুঁজছেন ফিলিস্তিনি উদ্ধারকর্মী ও বেসামরিকরা।
সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ নিয়ে মোট তিনটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরাইল। জাবালিয়া ও আল-মাগাজি শরণার্থীশিবিরের হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এছাড়াও

অর্ধশত আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, সবার মৃত্যুর শঙ্কা

অর্ধশত আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, সবার মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) ৪৯ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *