সদ্য পাওয়া
তৃতীয় শ্রেণীর পরই নারী শিক্ষা বন্ধের ঘোষণা !
প্রতীকি ছবি :দেশনেত্র

তৃতীয় শ্রেণীর পরই নারী শিক্ষা বন্ধের ঘোষণা !

আন্তর্জাতিক ডেস্ক :

বর্তমান এই আধুনিকতার যুগে শুনতে অবাস্তব মনে হলেও তৃতীয় শ্রেণীর পর নারীদের আর পড়াশোনা করা যাবে না বলে নির্দেশনা জারি করেছে আফগানিস্তানের তালেবান সরকার।

এর আগের ষষ্ঠ শ্রেণী পর্যন্ত নারীদের পড়াশোনার বৈধতা দেয়া হতো আফগানিস্তানে। তবে নতুন নির্দেশনা অনুযায়ী তৃতীয় শ্রেণীর পর কোন নারী শিশু  আর শিক্ষা গ্রহণ করতে পারবেন না আফগানিস্তানে।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে এই ‘নিয়ম’ ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আফগানিস্তানের বেশ কয়েক জন সরকারি কর্মকর্তা  জানিয়েছেন, ১০ বছর বয়সি মেয়েদের যেন আর স্কুলে না পাঠানো হয় এ নিয়ে বাড়ি-বাড়ি বার্তা দেওয়া হচ্ছে।

তালিবান শাসিত শিক্ষামন্ত্রণালয়  আফগানিস্তানের স্কুলগুলিকে একটি বার্তায় জানিয়েছে , ১০ বছর বয়সি মেয়েদের যেন আর স্কুলে পড়ানো না হয়। গত বছরও ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি ছিল। কিন্তু এ বার জানিয়ে দেওয়া হচ্ছে, তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা হলে আর স্কুলে যাওয়ার দরকার নেই মেয়েদের।

২০২১ সালের সেপ্টেম্বর থেকেই তালিবানি শাসনে মেয়েদের শিক্ষায় বিধিনিষেধ আরোপ করা হয়। শিক্ষামন্ত্রণালয়  থেকে নির্দেশনা দেওয়া হয়, উচ্চ বিদ্যালয়গুলিতে কেবল ছেলেরা পড়াশোনা করবে। এর তিন মাস পর ডিসেম্বর মাসে মেয়েদের কলেজে যাওয়া বন্ধ করে দেয় তালিবান সরকার।

 

এছাড়াও

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে …