আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া এক সম্মেলনে বিশেষ দূত পাঠাচ্ছে রাশিয়ার অন্যতম রাজনৈতিক মিত্র চীন।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , চীনের ইউরোপীয় অঞ্চলের বিশেষ দূত লি হুই ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে আন্তর্জাতিক মহলের সাথে আলোচনার জন্য সৌদি আরবের জেদ্দা সফর করবেন।
চীনের মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক বিবৃতিতে বলেছেন, “ইউক্রেনের সঙ্কটের রাজনৈতিক সমাধানের জন্য একটি গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখতে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে ইচ্ছুক।”
ইউক্রেনীয় এবং পশ্চিমা কূটনীতিকরা আশা করছেন যে এই সপ্তাহান্তে জেদ্দায় প্রায় ৪০ টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে এবং ভবিষ্যতে শান্তি মীমাংসার জন্য মূল নীতিতে একমত হতে পারবে। যদিও এই বৈঠকে মস্কো অংশগ্রহণ করবে না।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বুধবার বলেছিলেন যে তিনি আশা করেছিলেন যে এই উদ্যোগটি শান্তি মীমাংসার জন্য তার নিজস্ব ১০-দফা সূত্রের ভিত্তিতে নীতিগুলিকে সমর্থন করার জন্য এই শরত্কালে বিশ্বজুড়ে নেতাদের একটি “শান্তি শীর্ষ বৈঠক” নিয়ে যাবে।
সবচেয়ে বড় কূটনৈতিক পুরস্কার হবে চীনের কাছ থেকে অনুমোদন, যেটি রাশিয়ার সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে এবং আগ্রাসনের নিন্দা করার জন্য আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেছে। জুনের শেষের দিকে কোপেনহেগেনে পূর্ববর্তী দফা আলোচনায় চীনকে আমন্ত্রণ জানানো হলেও তাতে যোগ দেয়নি।