সমুদ্র উপকূলে ভেসে এসেছে হাজার হাজার পেঙ্গুইনের মৃতদেহ
ম্যাগেলানিক প্রজাতির পেঙ্গুইন

সমুদ্র উপকূলে ভেসে এসেছে হাজার হাজার পেঙ্গুইনের মৃতদেহ

অনলাইন ডেস্ক :

গত দশ দিন ধরে উরুগুয়ের সমুদ্র উপকূলে ভেসে এসেছে হাজার হাজার ম্যাগেলানিক প্রজাতির পেঙ্গুইন এর মৃতদেহ ।দেখা যায়, মূলত অল্পবয়সি পেঙ্গুইনগুলিরই মৃত্যু হয়েছে,যা সংখ্যায় ২০০০ এরও অধিক।

এত বিপুল সংখ্যক পেঙ্গুইনের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে অনেক প্রশ্নের । প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল ‘আভিয়ান’ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে পেঙ্গুইনগুলি। কিন্তু বিশেষজ্ঞদের একাংশের মতে, ওই রোগে আক্রান্ত হয়ে এত পেঙ্গুইনের মৃত্যু হতে পারে না।

এই প্রসঙ্গে উরুগুয়ের পরিবেশ মন্ত্রণালয় প্রধান কারমেন লেইজাগোয়েন বলেন, “আটলান্টিক মহাসাগরের পানিতে মারা যাচ্ছে পেঙ্গুইনগুলি। পরে স্রোতের টানে ভেসে আসছে উরুগুয়ের উপকূলে। মৃত পেঙ্গুইনগুলির ৯০ শতাংশেরই বয়স কম।” দেহগুলি পরীক্ষা করে পাকস্থলীর ভিতর থেকেও কিছু উদ্ধার হয়নি বলে জানিয়েছেন তিনি।

ম্যাগেলানিক পেঙ্গুইনের বাস মূলত দক্ষিণ আর্জেন্টিনা উপকূলে। দক্ষিণ গোলার্ধে শীত পড়লে পেঙ্গুইনগুলি খাবার এবং উষ্ণ জলের সন্ধানে চলে আসে উত্তর গোলার্ধে। এমনকি ব্রাজ়িল উপকূল পর্যন্তও চলে আসে সেগুলি। যথেচ্ছ মাছ ধরার ফলে এবং ক্রমবর্ধমান দূষণের কারণে এই প্রজাতির পেঙ্গুইনগুলি সঙ্কটে পড়ছে বলে আগেই সতর্ক করেছিলেন পরিবেশবিদদের একটি অংশ ।

এই প্রসঙ্গে রিচার্ড টেরোস বলে এক পরিবেশবিদ সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, খাদ্যের অভাবের কারণেই পেঙ্গুইনগুলির মৃত্যু হয়েছে। উপকূলের প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে অন্তত ৫০০টি মৃত পেঙ্গুইন পড়ে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এছাড়াও

সিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁসকারী সেই কনস্টেবল গ্রেপ্তার

সিএমপি কমিশনারের গুলির নির্দেশনা ফাঁসকারী সেই কনস্টেবল গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে গুলির নির্দেশনা দেয়া বার্তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *