আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, রুশ হামলায় ইউক্রেনের সর্বোচ্চ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘পেট্রিয়ট’ ক্ষতিগ্রস্ত হয়েছে ।
পেট্রিয়টকে বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলোর মধ্যে একটি বিবেচনা করা হয়।
মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানান মার্কিন প্রদত্ত ক্ষেপণাস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ সম্ভবত রাশিয়ার হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়নি।
‘প্যাট্রিয়ট’ সিস্টেম হলো মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে একটি রাশিয়ার বিমান হামলা প্রতিহত করতে সহায়তা করে এবং ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিদ্যুৎ ব্যবস্থাসহ অন্যান্য অতিক্রয়োজনীয় স্থাপনার নিরাপত্তার নিশ্চিত করে।
মার্কিন কর্মকর্তাগণ আরো বলেন ইতিমধ্যে ওয়াশিংটন এবং কিয়েভ সিস্টেমটি মেরামত করার সর্বোত্তম উপায় সম্পর্কে আলোচনা চালিয়ে যাচ্ছে তবে এই মুহূর্তে সিস্টেমটি ইউক্রেন থেকে সরানো হবে বলে তিনি মনে করেন না।
তারা আরো বলেন, যুক্তরাষ্ট্র এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেছে এবং এটিকে আরো আধুনিকায়নের চেষ্টা অব্যাহত রেখেছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, তারা ইউক্রেনে হামলা চালিয়ে একটি ‘হাইপারসনিক’ কিঞ্জল ক্ষেপণাস্ত সহ মার্কিন নির্মিত প্যাট্রিয়ট সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
তবে পেন্টাগণ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোন মন্তব্য করেনি।