মেক্সিকোতে গুলিবিদ্ধ ৪ পর্যটকের মরদেহ উদ্ধার
ছবি /সংগৃহীত

মেক্সিকোতে গুলিবিদ্ধ ৪ পর্যটকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :

মেক্সিকোতে গুলিবিদ্ধ চার পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের কারও পরিচয় প্রকাশ করা হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, সোমবার (০৩ এপ্রিল) মেক্সিকোর পর্যটননির্ভর ক্যানকুন শহর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় স্থান মেক্সিকোর ক্যানকুন শহর। সৌন্দর্যমণ্ডিত শহরটির একটি হোটেলের সামনে থেকে সোমবার চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা সবাই পর্যটক বলে জানা গেলেও, কারও পরিচয় প্রকাশ করা হয়নি।

শহরটিতে ঘুরতে আসা কয়েকজন পর্যটক জানান, এদিন সকালে হঠাৎ গুলির শব্দ শুনতে পান তারা। পরে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করেন।

এক পর্যটক বলেন, ১০ থেকে ১২টি গুলির শব্দ আমরা শুনেছি। হোটেলের সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করেছি। এটা সত্যিই অনেক কঠিন সময় ছিল। এর আগেও অনেকবার এই শহরে এসেছি, কিন্তু এমন নিরাপত্তাহীনতায় ভুগিনি।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত সবার সামনে তুলে ধরা হবে বলেও জানানো হয়।

এর আগে, গত সপ্তাহে পাশ্বর্বর্তী একটি শহরে বন্দুকধারীদের গুলিতে যুক্তরাষ্ট্রের এক পর্যটক গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ক্যানকুনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় এখনো তদন্ত চলছে। এর মধ্যেই নতুন করে আবারও গুলির ঘটনা ঘটল।

এছাড়াও

আজ হলি আর্টিজান হামলার ৯ বছর

আজ হলি আর্টিজান হামলার ৯ বছর

দেশনেত্র ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ৯ বছর পূর্ণ হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *