আন্তর্জাতিক ডেস্ক :
প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জে সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টার পর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ম্যালাঙ্গোতে এটি আঘাত হানে। ভূমিকম্পের পর উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ম্যালাঙ্গোর ১৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রাজধানী হেনিয়ার বাসিন্দারা ২০ সেকেন্ড ধরে চলা কম্পন ও প্রবল ঝাঁকুনির কথা জানিয়েছেন।
ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয়দের উঁচু এলাকায় যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।