আন্তর্জাতিক ডেস্ক :
প্রতিপক্ষ শশী থারুরকে বিপুল ভোটে হারিয়ে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন মল্লিকার্জুন খাড়গে।
দীর্ঘ আড়াই দশক পরে গান্ধী এবং নেহেরু পরিবারের বাইরে কেউ প্রেসিডেন্ট হলেন কংগ্রেসের।
৭ হাজার ৮৯৭ ভোট পেয়ে জয়লাভ করেন খাড়গে। অপর প্রতিদ্বন্দ্বী শশী থারুর পেয়েছেন ১ হাজার ৭২ ভোট।
সোমবারের ভোটে, ‘গান্ধি-অনুমোদিত’ প্রার্থী হিসেবে পরিচিত খাড়গে ৯০ শতাংশ ভোট পেয়েছেন।
নতুন নেতা নির্বাচনের পর সাবেক সভাপতি রাহুল গান্ধীর ভূমিকা কী হবে এবং তিনি নতুন নেতার অধীনে কাজ করবে না কী না, জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘নতুন সভাপতি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
অপরদিকে শশী থারুর নির্বাচনী প্রক্রিয়ায় ‘গুরুতর ও বড় আকারের অনিয়মের’ অভিযোগ আনেন। থারুরের প্রতিনিধি সালমান সজ পরবর্তীতে জানান, তাদেরকে এ বিষয়ে ‘নিরপেক্ষ তদন্তের’ আশ্বাস দেওয়া হয়েছে।
সকাল ১০টায় দিল্লির কংগ্রেস সদরদপ্তরে ভোট গণনা শুরু হয় এবং তা দুপুর ১টায় শেষ হয়।