জো বাইডেন কে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট
জো বাইডেন কে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট deshnetrow

বিশৃঙ্খলা ও সন্ত্রাস উসকে দেওয়ার জন্য বাইডেনকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

মাসা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানের গণবিক্ষোভ প্রায় চার সপ্তাহের বেশি সময় ধরে চলমান রয়েছে।সরকারবিরোধী ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে ইরানের বিভিন্ন শহরে।

সরকারী বার্তা সংস্থা জানিয়েছে,ইরানে চলমান বিক্ষোভ-সহিংসতার কারণ হিসেবে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রবিবার তার মার্কিন প্রতিপক্ষকে দোষারোপ করেছেন।

রাইসি বলেন, “আমেরিকান প্রেসিডেন্ট, যিনি নিজের মন্তব্যের মাধ্যমে অন্য দেশে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও ধ্বংসের উসকানি দেন, তাকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতার চিরন্তন বাণী মনে করিয়ে দেওয়া উচিত” এছাড়া তিনি আমেরিকাকে মহান শয়তান হিসেবেও আখ্যায়িত করেন।

এদিকে ইরান প্রসঙ্গে শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “ইরানকে তার নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে হবে কেবল তাদের মৌলিক অধিকার প্রয়োগ করে।”

মানবাধিকার সংগঠনগুলো বলছে, বিক্ষোভে এ পর্যন্ত প্রায় ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং অগণিত মানুষ আহত হয়েছেন।এ ছাড়া কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির সরকার।

এছাড়াও

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *