নরবলির অভিযোগে ৩ জন গ্রেপ্তার
নরবলির অভিযোগে ৩ জন গ্রেপ্তার deshnetrow

নরবলির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের কেরালা রাজ্যে নরবলিদানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ অক্টোবর) পাথানমথিট্টা জেলা থেকে বলির শিকার দুই নারীর দেহাবশেষ উদ্ধার করা হয়।

তাদেরকে কয়েক মাসের ব্যবধানে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে ভগভল সিং নামে এক কবিরাজ,তার স্ত্রী লায়লা ও শফি নামে এক কালা জাদুকর রয়েছেন।তারা পদ্মম(৫৭)ও রোজিলি(৪৯)নামে দুই নারীকে নির্মম নির্যাতনের পর হত্যা করেন।

অভিযুক্তরা পুলিশ হেফাজতে থাকায় এ ব্যাপারে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে তারা অপরাধ স্বীকার করেছেন,এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।
নিহত পদ্মম বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন। তার পরিবারের সদস্যরা পুলিশে অভিযোগ করলে পুলিশ তার ফোন ট্র্যাক করে শফিকে খুঁজে বের করে।পরে তার ফোনের কল রেকর্ড থেকে ভগবত সিংয়ের হদিস পাওয়া যায়। ভগবত সিংকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার স্ত্রী ও শফির সাথে মিলে পদ্মম ও রোজিলিকে হত্যার কথা স্বীকার করেন।

বুধবার (১২ অক্টোবর) কোচির একটি আদালত গ্রেপ্তার ব্যক্তিদের তিন সপ্তাহের জন্য আদালত হেফাজতে পাঠিয়েছে।

কোচির পুলিশ কমিশনার সিএইচ নাগারাজু জানান, চার মাসের ব্যবধানে হত্যাকাণ্ড দুটি সংঘটিত হয়। ‘আর্থিক লাভের’ জন্য আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে একাজ করা হয় বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও

নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় বিপুল অংকের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন নেপালের আদালত 

নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় বিপুল অংকের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন নেপালের আদালত 

অনলাইন ডেস্ক : ২০১৮ সালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিধ্বস্ত হয়ে ৫১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *