ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১৭৫
ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১৭৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১৭৫

আন্তর্জাতিক ডেস্ক :

শনিবার (১অক্টোবর)  ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের একটি স্টেডিয়ামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৭৫ জন নিহত হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে , আরেমা এবং পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার ম্যাচে আরেমা ২-৩ গোলের ব্যবধানে হেরে যায়। হেরে যাওয়ায় দলটির হাজার হাজার ভক্ত মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এমনকি মাঠে থাকা বেশ কয়েকজন খেলোয়াড়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। পরে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় ইন্দোনেশিয়ার ফুটবল লিগ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এবং আরেমাকে বাকি মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সরকার পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়ে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য স্টেডিয়ামটিতে দর্শক ধারণক্ষমতা ৩৮ হাজার হলেও প্রায় ৫ হাজার অতিরিক্ত দর্শক মাঠে খেলা দেখছিলেন ।

এছাড়াও

নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় বিপুল অংকের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন নেপালের আদালত 

নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় বিপুল অংকের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন নেপালের আদালত 

অনলাইন ডেস্ক : ২০১৮ সালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিধ্বস্ত হয়ে ৫১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *