আন্তর্জাতিক ডেস্ক :
মধ্য রাশিয়ার ইজেভস্ক শহরের একটি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছে।
এই হামলার পর বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে জানা গেছে এবং সে কেন এই হামলা চালিয়েছে সেই উদ্দেশ্য স্পষ্ট নয়। জরুরি কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
স্কুলটি প্রায় ৬৫ হাজার বাসিন্দার শহর ইজেভস্কের কেন্দ্রে অবস্থিত এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসের খুব কাছাকাছি।
রুশ মিডিয়ার ভিডিও পোস্টে দেখা যাচ্ছে, গোলাগুলি চলার সময় স্কুল ভবনের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছিল।
কিছু ভিডিও ফুটেজে একটি ক্লাস-কক্ষের মেঝেতে রক্ত এবং জানালায় একটি বুলেটের ছিদ্র দেখা যাচ্ছে। সেখানে ডেস্কের নিচে শিশুরা কুঁকড়ে রয়েছে।
হামলার পর স্কুল ভবন থেকে সব কর্মচারী ও শিক্ষার্থীকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় একজন সংসদ সদস্য বলছেন, হামলাকারীর কাছে দুটি পিস্তল ছিল। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
তদন্ত কমিটি এনিয়ে অনলাইনে যে ভিডিও পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে, নাৎসি প্রতীক লাগানো টি-শার্ট এবং একটি বালাক্লাভা মুখোশ পরা হামলাকারী মেঝেতে মৃত পড়ে আছে।