আজই বিয়ে করছেন পরমব্রত চট্টোপাধ্যায় Deshnetrow news
সংগৃহীত ছবি

আজই বিয়ে করছেন পরমব্রত চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক :

পরমব্রত চট্টোপাধ্যায় যে খুব তাড়াতাড়ি বিয়ে করছেন এ গুঞ্জন বেশ কিছুদিন যাবতই শোনা যাচ্ছিল। অবশেষে জানা গেল ২৭ নভেম্বরই বিয়ে করছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী।

এর আগেও একাধিকবার গুঞ্জন উঠেছিল যে, তারা গোপনে বিয়ে করে ফেলেছেন তবে সেসব মিথ্যা হলেও ২৭ নভেম্বর যে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী বিয়ে করছেন সে খবর একেবারেই নিশ্চিত। জানা গেছে এ বিয়েতে আমন্ত্রিত অতিথিদের তালিকা খুব বেশি দীর্ঘ নয়।

পরমব্রত বর্তমান সময় টালিউডের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে এক জন। শুধু টালিউডে বললে ভুল হবে। কারণ, বাংলার পাশাপাশি তিনি হিন্দিতেও সমানতালে কাজ করে চলেছেন। অভিনয়ের পাশাপাশি, তিনি পরিচালক-প্রযোজকও বটে। অন্য দিকে, পিয়া চক্রবর্তী  একজন মানসিক স্বাস্থ্যকর্মী।

পরমব্রতের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সকলের খুব আগ্রহ। কেরিয়ারের শুরু থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন সম্পর্কে জড়িয়েছেন তিনি।কোনও দিনই খুব বেশি লুকোছাপা করেননি সে সব নিয়ে। শেষ তাঁর বিদেশিনি প্রেমিকা ইকার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিল। বিয়েও হওয়ারও কথা ছিল দু’জনের। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পরও তিনি তা নিয়ে খোলাখুলিই কথা বলেছিলেন।

কিন্তু পিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি শুরু থেকেই সাবধানী। তার অবশ্য বিশেষ কারণও রয়েছে। পিয়া সঙ্গীত পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। তাঁদের বিয়ে ভেঙে যায় ২০২১ সালে। বিয়ে ভাঙার পর দু’জনেই যৌথ ভাবে সমাজমাধ্যমে তার ঘোষণা করেছিলেন। কিন্তু সে সময়ই খবর রটেছিল পরমব্রতের সঙ্গে পিয়া প্রেম করছেন বলেই নাকি অনুপমের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন পিয়া। যদিও সে কথা সে সময় পরমব্রত নাকচ করে দিয়েছিলেন। তিনি বার বার বলেছিলেন, তাঁরা শুধুই খুব ভাল বন্ধু। এবং এই ধরনের আলোচনায় যে তিনি খুবই বিরক্ত, সে কথাও স্পষ্ট করে দিয়েছিলেন সংবাদমাধ্যমের কাছে। যদিও শুধু সংবাদমাধ্যম নয়, ইন্ডাস্ট্রিতে তাঁর কাছের বন্ধুরাই এই ধরনের আলোচনা শুরু করেছিলেন।

কিছুদিন আগেই পিয়া এবং তাঁর মায়ের সঙ্গে পরমব্রতকে পার্ক স্ট্রিটের এক রেস্তরাঁয়ও দেখা গিয়েছিল। বহু দিন থেকেই শোনা যাচ্ছিল, তাঁরা এই নভেম্বরেই বিয়ে করছেন। পিয়ার বাড়ির লোকদের সঙ্গে পরমব্রতের ঘনিষ্ঠতা সেই ইঙ্গিতই দিচ্ছিল। অবশেষে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বিয়ে করছেন দু’জনে।

এছাড়াও

গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে মুশফিক ফারহান

গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে মুশফিক ফারহান

বিনোদন প্রতিবেদক : গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মুশফিক আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *