ফেসবুকে স্ট্যাটাস জেরেই কি পরী মণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা !
ফাইল ছবি

ফেসবুকে স্ট্যাটাসের জেরেই কি পরী মণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা !

দেশনেত্র প্রতিবেদক :

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় অভিনেত্রী পরী মণির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ রোববার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত এ আদেশ দিয়েছেন। এদিন মামলার চার্জগঠন শুনানিতে পরী মণির হাজিরের দিন ধার্য ছিল। তবে তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন আদালত। পরী মণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুঞ্জন রয়েছে,  গতকাল পরিমনির ফেসবুক স্ট্যাটাস এর কারণেই কি এ গ্রেপ্তারি পরোয়ানা !

 

গতকাল পরিমনির ফেসবুক স্ট্যাটাস এ লিখেছেন, “এতো চুপ করে থাকা যায় নাকি!!!
পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? Insecure feel হচ্ছে ! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!
মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা!?
কি বলার আছে আর ….এ দেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে !
তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব‍্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা ???
এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। 😊”

 

 

 

এছাড়াও

এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোকের নির্দেশ

এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোকের নির্দেশ

দেশনেত্র প্রতিবেদক : ব্যাংক এশিয়ার প্রায় ৩৮৯ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় এক্সিম ব্যাংকের প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *