হুমায়ূন কবির :
আজ ৫ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে রাজধানীর মিরপুরে ঋদ্ধি গ্যালারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “নাইট অফ রকস্টারস ভলিউম ১ “।
বৃহত্তর মিরপুরে প্রায় ১ কোটি লোক বসবাস করে অথচ শিল্প – সংস্কৃতি চর্চা করার জন্য একটি মিলনায়তন নাই যা আমাদের সংস্কৃতি চর্চার প্রধান অন্তরায়।মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টপেজের সাথে ইসলামি ব্যাংক হাসপাতালের পেছনের একটি ভবন ভাড়া নিয়ে লেখক মাহবুবুল হাসান ফয়সাল চমৎকার মনোরম পরিবেশে নীচ তলায় ক্যাফে,দ্বিতীয় তলায় লাইব্রেরী ও তৃতীয় তলায় গ্যালারি কাম অডিটোরিয়াম করেছেন। এখানে ছোট নাটক, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যায়।
আন্দালিব মোস্তফা লালন এর ব্যান্ড ডেড ইন্ড সহ আরও তিনটি দল মোট ৪ টি ব্যান্ড দল পারফর্ম করবে।
অনুষ্ঠান উদ্বোধন করবেন, নাট্যজন ঝুনা চৌধুরী তরুণ প্রজন্মকে উৎসাহ প্রদান করবেন মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহীন স্বাগত বক্তব্য প্রদান করবেন মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে সহ-সভাপতি নাট্যাভিনেতা মো: রেজাউল করিম রেজা।
আয়োজকরা আশা করছেন নতুন প্রজন্মকে উৎসাহ দিতে সাংস্কৃতিক অঙ্গনের বন্ধুরা ও সুধী জনরা সকলে ছুটির দিনের এই সন্ধ্যায় উপস্থিত থাকবেন।