হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শাহরুখ খান

 

 

দেশনেত্র নিউজ ডেস্ক :

 

গতকাল মঙ্গলবার আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজ হায়দ্রাবাদ এর মধ্যকার ম্যাচ চলছিল,এ সময় প্রচন্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

সেই ম্যাচে ৮ উইকেটে জেতে কলকাতা নাইট রাইডার্স । মাঠে উপস্থিত ছিলেন শাহরুখ। কেকেআর জেতার পর শাহরুখকে মাঠ প্রদক্ষিণ করতেও দেখা যায়। হঠাৎ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রচণ্ড গরমে শাহরুখ খান অসুস্থবোধ করেন। এ সময় তার শরীরে পানির পরিমাণ কমে আসায় আর দেরি না করে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার স্টেডিয়ামে শাহরুখের সঙ্গেই উপস্থিত ছিলেন কন্যা সুহানা ও পুত্র আব্রাম। ছিলেন অনন্যা পাণ্ডে এবং শানায়া কপূরও। উল্লেখ্য, বুধবার সুহানার জন্মদিন। মেয়ের জন্মদিনে শাহরুখের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ পরে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

তবে এখনও পর্যন্ত শাহরুখ বা কলকাতা নাইট রাইডার্স টিমের পক্ষ থেকে  অভিনেতার অসুস্থতা নিয়ে কোন প্রকার আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

এছাড়াও

আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশনেত্র প্রতিবেদক : বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে রকম আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *