বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সনদ পেলো ৫৭০ চলচ্চিত্র
বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সনদ পেলো ৫৭০ চলচ্চিত্র

বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সনদ পেলো ৫৭০ চলচ্চিত্র

ছয় মাস আটকে থাকার পরে সেন্সর বোর্ডের সনদ পেলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৫৭০’। সিনেবাজ ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার পাওয়া চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির।

১১ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সনদ পায় চলচ্চিত্রটি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা, পরবর্তী ৩৬ ঘণ্টার ঘটনাবলী উঠে এসেছে আশরাফ শিশিরের বঙ্গবন্ধু বিষয়ক তিনটি চলচ্চিত্রের প্রথমটিতে।

‘৫৭০’ চলচ্চিত্রে রূপদান করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, প্রয়াত মাসুম আজিজ, স্বাধীন খসরু, কাজী রাজু, সুমনা সোমা, সুজাত শিমুল, কাজী দেলোয়ার হেমন্ত, এলিনা শাম্মী, সানসি ফারুক, অরন্য রানা, কল্লোল চৌধুরী, সিরাজুম মুনির টিটু, সজীব আহমেদ, আব্দুর রহমান রাজীব, দুখু সুমন, ফারাহ ফ্যান্সি, টুনটুনি সোবহান, ফাহিম মল্লিক ইভান, কামরুজ্জামান তাপু, সোবহান নিপূণ,দাউদ নুর, পংকজ মজুমদার, সাইমুম হাসান শিমুল, আকন্দ জাহিদ, শাহাদত নোমান, তানভীর মাসুদ, সৈকত সিদ্দিকী, ইবনুল কাইয়ুম সনি, সুজিত কর্নেলিয়াস গোমেজ, কাজী ফয়সাল,মুকুল মাহমুদুল আমিন, মেহেদী হাসান রাব্বী, জিয়াউর রহমান, কাজী সাজ্জাদ লিটন, কানিজ ফাতেমা পুতুল, সুজয় রাজ, কায়সার নোয়েল, সাইফুল ইসলাম শুভ, কায়সার নোয়েল, ভাস্কর চৌধুরী, হাসান, জাহিদ খান, সোহাগ বাবু, কুদ্দুস মাখন, রোশান শরিফ,জুবায়ের আহমেদ, মিজানুর রহমান, রেজাউল করিম, আদনান চৌধুরী, মঞ্জুর এলাহী সৌরভ, মুনির, মহসিন রিয়াজুল, বরকতউল্লাহ শিমুল, হিরণ হীরা, জুয়েল চৌধুরী, দূর্লভ হাসান, খান সোহেল, প্রমূখ। শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছে সিমরিন লুবাবা, তাসিন, তাজিম, তাঈফ, নির্ঝর বিশাল প্রমুখ।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সিনেবাজ ফিল্মস্ লিমিটেডের কর্ণধার শাম ইসলাম ও জোসনা ইসলাম। সম্পাদনায় সাব্বির মাহমুদ ও সামিউল আলম স্বপ্ন। প্রধান চিত্রগ্রাহক সমর ঢালী। সঙ্গীত পরিচালক রাফায়েত নেওয়াজ। ভিএফএক্সে এর কাজ করা হয়েছে ভিএফএক্স-টুন স্টুডিওতে। কারিগরি সহায়তায় মিডিয়াএইড বাংলাদেশ। শিল্প নির্দেশক তনি ও ফরিদ আহমেদ। কস্টিউম ডিজাইনার জান্নাতে তাহেরা মৌরী।
৫৭০ এর থিম সঙ্গীত রচনা করেছেন আশরাফ শিশির, কণ্ঠ দিয়েছেন ওয়ারফেজের প্রাক্তন লিড ভোকাল, এ সময়ের জনপ্রিয় ব্যান্ড তারকা মিজান রহমান

এছাড়াও

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *