deshnetrow news
ছবি : দেশনেত্র

মঞ্চস্থ হলো আগন্তুক সাংস্কৃতিক সংসদের নাটক চিত্রাঙ্গদা

হুমায়ুন কবির :

মঞ্চস্থ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক চিত্রাঙ্গদা। কক্সবাজার শহরের শহীদ সুভাষ মিলনায়তন এবং পাবলিক লাইব্রেরিতে গত ১৭ ও ১৮ নভেম্বর সন্ধ্যায় চিত্রাঙ্গদা নাটকের দু’টি প্রদর্শনী করেছে আগন্তুক সাংস্কৃতিক সংসদ।
এটি সংগঠনটির দ্বিতীয় নাট্য প্রযোজনা। নাটকটির নির্দেশনা দিয়েছেন শহিদুল শ্যানন। প্রণোদনায় ’ভিএসও’ ও ’এইট ডেজ আ উইক’ এবং সার্বিক সহযোগিতা করেছে কক্সবাজার আর্ট ক্লাব।

মহাভারতের আদিপর্বে বর্ণিত অর্জুন ও চিত্রাঙ্গদার প্রণয়োপাখ্যান অবলম্বনে রচিত ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যের ভূমিকায় আখ্যানসূত্রটি ধরিয়ে দিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন, মণিপুররাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল তখন রাজা তাঁকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন দ্বাদশবর্ষব্যাপী ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। রবীন্দ্রনাথের কাব্যনাটকে মূলত ছিলো চিত্রাঙ্গদা আর মদন দেবের কথোপকথন। আর নৃত্যনাট্যে যোগ হয়েছে অর্জুন, বসন্ত দেব, চিত্রাঙ্গদার যুদ্ধ বিদ্যা, দস্যুর আক্রমণ থেকে রাজ্য রক্ষা কৌশল, বনবাসীদের রক্ষক হিসেবে নেতৃত্ব দেয়া, অর্জুনের সাথে প্রেম বিনিময়, আরো কিছু।

প্রযোজনা প্রসঙ্গে নির্দেশক বলেন, “আমরা আমাদের এই নাট্য প্রযোজনায় যে বার্তাটি দর্শকদের পৌঁছে দিতে চেয়েছি, তা হলো নারীর একমাত্র পরিচয় তার সৌন্দর্যে নয়, সর্বোপরি সে মানুষ ও পুরুষের সমান অংশী। নারী-পুরুষ একত্রে মিলে গড়ে তুলতে পারে সুন্দর এক পৃথিবী। দর্শক এই বার্তাটি গ্রহণ করলে এবং শিল্পযাত্রায় অংশগ্রহণ করলেই আমরা আমাদের এই শ্রম স্বার্থক বলে ধরে নিতে পারি।“

আগন্তুক সাংস্কৃতিক সংসদ’র আহবায়ক সুব্রত চক্রবর্তী বলেন, “নাটক দিয়ে শুরু হলেও ‘আগন্তুক’ শিল্প-সাহিত্য-সংস্কৃতির সব শাখায়ই কাজ করার ইচ্ছা রাখে। কতটুকু পারা যাবে তা সময়ই বলে দেবে। তবে সবার সহযোগিতা পেলে চেষ্টাটা অব্যাহত রাখবো- এটুকু অন্তত বলতে পারি।“
ইতিপূর্বে সংগঠনটি পূর্নেন্দু পত্রীর কাব্যমালা কথোপকথন অবলম্বনে “অনন্তকাল ঝিঁ ঝিঁ পোকার মতো” শিরোনামে একটি নাটক প্রযোজনা করে এ বছর ফেব্রুয়ারি মাসে। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সেটি প্রদর্শিত হয়। এ ছাড়াও গত আগস্ট মাসে ”শোক থেকে শক্তি” শিরোনামে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতা এবং বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান-কবিতায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে।

আগন্তুক সাংস্কৃতিক সংসদ কক্সবাজারে সংগঠিত একটি সাংস্কৃতিক সংগঠন। ২০২২ সালে যাত্রা শুরু করা নবীন এই সংগঠনটি নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নিয়মিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে।

এছাড়াও

আজ হলি আর্টিজান হামলার ৯ বছর

আজ হলি আর্টিজান হামলার ৯ বছর

দেশনেত্র ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ৯ বছর পূর্ণ হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *