রাইমা সেন

রাইমা সেনের জন্মদিন আজ

জুবায়ের হোসেন পলাশ

রাইমা সেন এই নামটা শুনলেই দর্শকদের মনের মধ্যে একটা সেনসেশন তৈরি হয়। তিন প্রজন্মের ছবি ভেসে ওঠে চোখের সামনে; সুচিত্রা সেন, মুনমুন সেন আর সবশেষে রাইমা ও রিয়া সেন। রাইমা সেনের কথা উঠছে, তার কারণ আজ রাইমার জন্মদিন।

রাইমা সেন

রাইমা সেন ৭ নভেম্বর ১৯৭৯ সালে তার জন্ম (বয়স ৪৪)
মাতৃভাষা : বাংলা।
রাশিচক্র : বৃশ্চিক।
অভিনেত্রীর উচ্চতা : 5′ 5″ এবং ওজন : 52kg।
মুম্বাই, মহারাষ্ট্র, ভারতে জন্ম গ্রহন করেন
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন তাঁর অভিনয় ক্যারিয়ার এক যুগের বেশি।

টলিউড থেকে বলিউড, বড়পর্দা থেকে ওটিটি সর্বত্রই তার দাপটে আনাগোনা । ৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। মুনমুন সেনের মেয়ে তথা সুচিত্রা সেনের নাতনি হওয়ায় অভিনয় হয়তো রাইমার রক্তের সাথে মিশে ছিল। তিনি অভিনয় জগতে আসার পর থেকে এখনও অবধি বরাবরই নিজের দক্ষতা প্রদর্শন করেছেন। রাইমা সেন নিজের অভিনয় জীবনে হিন্দি, বাংলা, তেলেগু, মালয়ালম, ইংরেজি ইত্যাদি ভাষার ছবিতে কাজ করেছেন।

তার প্রথম অভিষেক হয় ১৯৯৯ সালে গডমাদার শিরোনামের হিন্দি মুভির মাধ্যমে।
২০০৬ সালে নিশিযাপন চলচ্চিত্রের জন্য সে BFJA-Most Promising Actress Award অর্জন করে এছাড়াও তিনি বাংলা ছবি “মাছ মিষ্টি অ্যান্ড মোর” এর জন্য রাইমা ফিল্মফেয়ার পুরষ্কার সেরা অভিনেতার সহকারী ভূমিকার জন্য (মহিলা)- মনোনীত হন।

তবে প্রখ্যাত এই অভিনেত্রী এখনো বিয়ে করেননি । রাইমা সেন বর্তমানে কারও সাথে সম্পর্কে আছেন কি না সে সম্পর্কে সঠিক কোনো তথ্য জানা না থাকলেও ২০০৭ সালে রাইমা সেন এক সাক্ষাৎকারে স্বীকার করেন যে তিনি ২০০৬ সাল থেকে ২০০৭ সাল অবধি ওড়িশার রাজনীতিবিদ কালীকেশ নারায়ণ সিং এর সাথে একটি সংক্ষিপ্ত সময়কালীন সম্পর্কে যুক্ত ছিলেন।

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে রাইমা সেন জানান তার বিয়ে নিয়ে পরিকল্পনার কথা। বিয়ে নিয়ে কী ভাবছেন তিনি? মিডিয়ার স্পটলাইট থেকে দূরে রয়েছে তার ব্যক্তিগত জীবন, এই বিষয়ে তিনি খুশি। রাইমা বলেন, তার জীবনে বিয়েটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। আপাতত তিনি তার কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান। এ ছাড়া বিয়ে নিয়ে বলেন, তিনি সঠিক জীবনসঙ্গীর অপেক্ষায় রয়েছেন। সঠিক মানুষ ও সঠিক সময় এলেই বিয়ে হবে। সেই সময় আসা পর্যন্ত বিয়ের কোনো তাড়াই অনুভব করেন না অভিনেত্রী। অভিনেত্রী বলেন, যদি কারোর প্রতি তার অটুট ভালোবাসা তৈরি হয়, তাহলেই তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন।

 

এছাড়াও

আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশনেত্র প্রতিবেদক : বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে রকম আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *