বিনোদন ডেস্ক :
শ্যুটিং চলাকালীন ধাতব বস্তু পড়ে পায়ে আঘাত পেয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন।
এ সময় তার বাপায়ের শিরা কেটে যায়, দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর সেলাই করানো হয়েছে। আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিগ বিকে।
পায়ে আঘাতের কথা নিয়ে নিজ ব্লগে লিখেছেন,কৌন বনেগা ক্রোড়পতি ১৪ এর শ্যুটিং করার সময় একটা ধাতব বস্তু পড়ে। এতে তার বাঁ পায়ে চোট পেয়েছেন অভিনেতা। ব্লগে মেগাস্টার লিখেছেন, “বাঁ পায়ের কাফ মাসলে আঘাত লেগে শিরা কেটে গিয়েছে। শিরা কেটে গলগল করে রক্ত বেরোচ্ছিল। চিকিৎসকরা ওটিতে নিয়ে গিয়ে স্টিচ করলেন। তখনও স্থির ছিলাম।’’
তিনি এখনো শঙ্কামুক্ত তবে আপাতত তাঁকে হাঁটাচলা করতে বারণ করেছেন চিকিৎসকরা।

বিগ বি অমিতাভ বচ্চন deshnetrow