deshnetrow আধুনিক নাট্যমঞ্চের দাবিতে
deshnetrow দুপুরে আধুনিক নাট্যমঞ্চের দাবিতে সাংস্কৃতিক প্রতিবাদ

মিরপুরে আধুনিক নাট্যমঞ্চের দাবিতে সাংস্কৃতিক প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক :

মিরপুরে আধুনিক নাট্যমঞ্চের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে সাংস্কৃতিক কর্মীরা।এরই অংশ হিসেবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন সাংস্কৃতিক শিল্পীরা।

এই আন্দোলন পরিচালনা করছে মিরপুরের চল্লিসটির অধিক সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম। দেশের জাতীয় সংস্কৃতিক সংগঠনগুলো তাদের সাথে সহম ত পোষণ করে আসছে।

ভেঙে ফেলা টাউন হলের স্থানেই আধুনিক নাট্যমঞ্চ চাই – এই দাবি আদায়ে মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম আয়োজিত চলমান ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে ১৫ অক্টোবর শনিবার বিকাল ৪টায় মিরপুর টাউন হলের মিরপুর মুক্ত বেদীতে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী গান-কবিতা-নাটক।
১৫ অক্টোবর ২০২২ অনুষ্ঠানের আয়োজনে আলোচক ছিলেন রেজাউল করিম রেজা,ইকবাল হাবিব,জনাব বদিউর রহমান,আহামেদ আবিদ রুমি,আশিকুর রহমান ভুলু,প্রমিলা বিশ্বাস,
পথনাটক পরিবেশন করেছেনঅবয়ব নাট্য দল।
সমবেত সংগীত পরিবেশন করে রংধনু শিল্পি সংঘ।
দলীয় আবৃত্তি পরিবেশনায় – কাব্যবর্ষণ
একক আবৃত্তি পরিবেশনায় ছিল অনিন্দ্য মাহাদি ,সাদিক প্রধান,ইকবাল হাবিব ,নাদিম মাহমুদ,সাফিয়া খন্দকার রেখা
এছাড়াও অনুষ্ঠানে গণ সংগীত পরিবেশন করেন
কাজী মিজানুর রহমান এবং সমাপনী বক্তব্য রাখেন মিরপুর সাংস্কৃতিক ঐক ফোরম এর সভাপতি জনাব আবুল খায়ের।

এছাড়াও

গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে মুশফিক ফারহান

গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে মুশফিক ফারহান

বিনোদন প্রতিবেদক : গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মুশফিক আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *