অপু-সিঁথির-সিঁদুর-রহস্য
অপু-সিঁথির-সিঁদুর-রহস্য

অবশেষে সিঁথির সিঁদুরের রহস্য ফাঁস করলেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক,

কলকাতায় দুর্গাপূজার অনুষ্ঠানে সিঁদুর দেখা যায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের সিঁথিতে। তা নিয়ে কয়েকদিন ধরে জোর চর্চা, আলোচনা। সিঁদুর পরা কয়েকটি ছবি অপু বিশ্বাস পোস্ট করেন তার ফেসবুকে। সেই ছবি দেখার পর অনেকেই মন্তব্য করেন, অভিনেত্রী বোধহয় গোপনে আবার বিয়ে করেছেন এবং তার স্বামী সনাতন ধর্মের কেউ।

এ নিয়ে শুরু থেকে চুপ থাকলেও অবশেষে সিঁথির সিঁদুরের রহস্য ভেদ করলেন অপু বিশ্বাস নিজেই। রবিবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখলেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল। তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন।’

অর্থাৎ, অপু বিশ্বাস তার ফেসবুক পোস্টের মাধ্যমে এটা বোঝালেন যে, তিনি ফের বিয়ে করেননি। বিশেষ কারও জন্য তিনি সিঁথিতে সিঁদুর পরেনওনি। ফটোশুট এবং সিঁদুর খেলার জন্যই তিনি সিঁথিতে সিঁদুর দিয়ে সেজেছিলেন। ওই ফটোশুটে লাল-সাদা শাড়ি এবং সঙ্গে সবুজ রঙের কাজকরা ব্লাউজে নজর কাড়েন অভিনেত্রী। যা নজর কেড়ে নেয় সকলের।

২০০৮ সালে চিত্রনায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় নায়িকার ছেলে আব্রাম খান জয়ের। গোপন ছিল এ খবরও। পরে ২০১৭ সালের এপ্রিলে ছেলেসহ একটি টিভি চ্যানেলে হাজির হয়ে অপু বিশ্বাস ফাঁস করেন শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সন্তান জন্মদানের কথা। এর কয়েক মাস পরই তাদের ডিভোর্স হয়।

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পরের বছর অর্থাৎ ২০১৯ সালের সেপ্টেম্বরে দেওয়া একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছিলেন, তিনি আবাসিঁথির-সিঁদুরর বিয়ে করার জন্য প্রস্তুত। অভিনেত্রী এও জানিয়েছিলেন, তার বিয়ের জন্য পরিবার থেকে পাত্র দেখা শুরু হয়েছে। পাত্র দেখছেন নায়িকার মা শেফালী বিশ্বাস।

অপু সে সময় বলেছিলেন, ‘পরিবারের পাশাপাশি আমিও মানসিকভাবে বিয়ের প্রস্ততি নিয়েছি। একা একা জীবন চলে না। তাছাসিঁথির-সিঁদুরড়া প্রত্যেকেই জীবনে অবলম্বন চায়, নিরাপত্তা চায়। তাই ঠিক করেছি আবার বিয়ে করব। আমার বাবা নেই। মা একমাত্র অভিভাবক। তিনিই পাত্র নির্বাচন করবেন। একবার নিজে ভুল করে সেই ভুলের মাসুল দিয়ে যাচ্ছি। এবার মায়ের পছন্দে বিয়ে করব।’

এরপর কেটে গেছে পাক্কা তিন বছর। এরমধ্যে ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর মা শেফালী বিশ্বাসকে হারান অপু বিশ্বাস। নিজের পছন্দ করা ছেলের সঙ্গে তিনি মেয়ের বিয়ে দিয়ে যেতে পারেননি। বাবা হারিয়েছেন আরও আগে। তাই নিজেই মনের মতো সঙ্গীর খোঁজে আছেন অপু বিশ্বাস। নায়িকা কবে সেই মনের মানুষের সন্ধান পান, সেটাই দেখার অপেক্ষা।

এছাড়াও

গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে মুশফিক ফারহান

গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে মুশফিক ফারহান

বিনোদন প্রতিবেদক : গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মুশফিক আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *