বিনোদন ডেস্ক :
এ মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রিতে আইটেম গানে টপে রয়েছেন ‘দিলবারখ্যাত’ নোরা ফাতেহি।হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কয়েকটি সুপারহিট গানে নৃত্যের দারুণ পারফর্মেন্স দেখিয়ে খুব অল্প সময়ের মধ্যে খ্যাতি কুড়িয়েছেন এ গ্ল্যামার কুইন।
জেনিফার লোপেজ, শাকিরার পর এ বার নোরা ফতেহি। নোরাই প্রথম, যিনি ভারতের তারকা হিসাবে ফিফা বিশ্বকাপ ২০২২-এ থিম গানের ভিডিয়োতে আত্মপ্রকাশ করবেন। ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধিত্ব করবেন তিনি।সেখানে তাঁকে একই সঙ্গে গাইতে এবং নৃত্য পরিবেশনা করতে দেখা যাবে।
ভারত ছাড়িয়ে তার পরিচিতি ছড়িয়ে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। যার ফলে এই বড় প্রাপ্তি যোগ হতে যাচ্ছে ‘দিলবারখ্যাত’ পারফরমারের ক্যারিয়ারে।
কেবল উদ্বোধনী সঙ্গীত নয়, শেষ গানও তিনিই গাইবেন। আশ্চর্যের ব্যাপার, হিন্দিতে! সেই কাণ্ডও ফিফার ইতিহাসে এই প্রথম।
ফিফার সংগীত প্রযোজনা করে থাকে সাধারণত রেডওয়ান সংস্থা।জেনিফার,শাকিরার পথ ধরে এবার নোরার গানের দায়িত্বও তাদেরই উপর।
উল্লেখ্য, জন্মসূত্রে নোরা ফাতেহি একজন মরোক্কান। কর্মজীবন শুরু করেছিলেন কানাডায়। মুম্বাইয়ে এসে ফিল্মে নিজের ক্যারিয়ার শুরু করেন নোরা।