মারা গেছেন জবি উপাচার্য ইমদাদুল হক
সংগৃহীত ছবি

মারা গেছেন জবি উপাচার্য ইমদাদুল হক

জবি সংবাদদাতা :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার (১১ নভেম্বর) ভোরে রাজধানীর বেসরকারি একটি  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার সকাল ১১টায় জানাজা হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সেপ্টেম্বরের শুরুর দিকে অধ্যাপক ইমদাদুল হকের ক্যানসার ধরা পড়ে। উন্নত চিকিৎসা নিতে অধ্যাপক ইমদাদুল হক গত ১২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। সেখানে তার রেডিও থেরাপি সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি গত ১২ অক্টোবর দেশে ফিরে আসেন।

অধ্যাপক ইমদাদুল হকের জন্ম পাবনা জেলায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য। তিনি ২০২১ সালের ১ জুন চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ পান।ইমদাদুল  বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের স্থলাভিষিক্ত হন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৮ সালে এমএসসি এবং ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে তিনি একাধিক পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন।

দেশ-বিদেশে বিভিন্ন জার্নালে তার ৮০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি একাধিক বইয়ের সহ-সম্পাদক।

এছাড়াও

সংঘর্ষে জড়িয়ে পড়েছে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীরা

সংঘর্ষে জড়িয়ে পড়েছে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীরা

দেশনেত্র প্রতিবেদক : সংঘর্ষে জড়িয়ে পড়েছে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *