কমল জ্বালানি তেলের দাম

কমল জ্বালানি তেলের দাম

দেশনেত্র প্রতিবেদক :

 

অকটেন-পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে অন্তবর্তী সরকার। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ শনিবার এই তথ্য জানিয়েছেন।

ফাওজুল কবির খান জানান, ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৫ টাকা ৫০ পয়সা, অকটেন ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা ও পেট্রোল ৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রাত ১২টা থেকে এই দাম কার্যকর হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা।

এদিকে, এই নতুন দাম নির্ধারণ করে আজ শনিবারই প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এরআগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার কারণে দেশের বাজারেও দাম কমানো হবে। পাশাপাশি বর্তমান ফর্মুলা অনুযায়ী, জ্বালানি তেলের দামের মধ্যে বিপিসির জন্য যতটা মুনাফা রয়েছে—সেটিও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে স্বাভাবিক নিয়মেই জ্বালানি তেলের দাম তখন কমে আসবে।

এছাড়াও

সিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁসকারী সেই কনস্টেবল গ্রেপ্তার

সিএমপি কমিশনারের গুলির নির্দেশনা ফাঁসকারী সেই কনস্টেবল গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে গুলির নির্দেশনা দেয়া বার্তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *