প্রথমবারের মতো বাংলাদেশে এলো ২৫০ সিসির মোটরবাইক
সংগৃহীত ছবি

প্রথমবারের মতো বাংলাদেশে এলো ২৫০ সিসির মোটরবাইক

দেশনেত্র প্রতিবেদক :

দেশের বাজারে প্রথমবারের মতো ২৫০ সিসির মোটরবাইক নিয়ে এলো বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের নির্মাতা ও পরিবেশক উত্তরা মোটরস। সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে পালসার এন২৫০ মোটরসাইকেলটি উন্মোচন করা হয়

মোটরবাইকটি পাওয়া যাবে তিনটি ভিন্ন রঙে যার মূল্য ৩ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা। ২৫০ সিসির অয়েল কুলড ইঞ্জিন সম্বলিত মোটরসাইকেলটিতে ডুয়েল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম (এবিএস) ব্যবহার করা হয়েছে।

বেশ কিছুদিন আগে স্থানীয়ভাবে উৎপাদিত ১৬৫ এর চেয়ে উচ্চতর সিসির ইঞ্জিন সম্বলিত মোটরসাইকেল বিক্রির অনুমতি দেয় সরকার। এরপর গত অক্টোবর থেকে সড়কে ৩৭৫ সিসির মোটরসাইকেল চালানোর অনুমতি দেয় সরকার। তবে সেক্ষেত্রেও শর্ত হচ্ছে,  মোটরসাইকেলগুলো দেশে উৎপাদিত হতে হবে বলে জানানো হয়।

উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উত্তরা মোটরসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, পরিকল্পনা প্রধান নাঈমুর রহমান, বাজাজ অটো ইন্টারন্যাশনাল বিজনেস ডিভিশন ম্যানেজার সমীর মারদিকার।

এছাড়াও

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *