প্রায় ১ বিলিয়ন ডলার নিয়ে বন্ধ এমএলএম এমটিএফই
ফাইল ছবি

প্রায় ১ বিলিয়ন ডলার নিয়ে বন্ধ এমএলএম এমটিএফই

নিজস্ব প্রতিবেদক :

ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে প্রায় ১ বিলিয়ন ডলার বা প্রায় ১১ হাজার কোটি টাকা নিয়ে বন্ধ হয়েছে এমটিএফই নামক একটি প্রতিষ্ঠান।

কথিত দুবাই ভিত্তিক এই প্রতিষ্ঠানটি মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম  মডেলে ব্যবসা করতো। ভারত ও বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটিতে উল্লেখযোগ্য সংখ্যক বিনিয়োগকারী ছিল। তবে এই ১ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ৯০ শতাংশ অর্থই বাংলাদেশি বিনিয়োগকারীদের বলে অভিমত সাইবার বিশ্লেষকদের।

সাইবার বিশ্লেষক জিহাদ জিহান  বলেন, এটা একটা স্ক্যাম। বাংলাদেশে তাদের কোন অফিস নেই, কোন নির্দিষ্ট জনকাঠামো নেই। স্থানীয় কিছু এজেন্টদের দিয়ে তারা মানুষের থেকে টাকা নিতো। তারপর তাদেরকে আবার অন্য বিনিয়োগকারীদের আনতে বলতো। এভাবে মুনাফার লোভ দেখিয়ে তারা ব্যাপক অংকের অর্থ হাতিয়ে নিয়েছে।

ইনভেস্ট এর মাধ্যমে  প্রফিট এর লোভ দেখিয়ে ব্যাপক অর্থের মুনাফা দেবার লোভ দেখিয়ে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

বেকার, ছাত্র, চাকরিজীবী থেকে শুরু করে  ব্যবসায়ী সহ সমাজের প্রায় সকল স্তরের জনসাধারণই ভুয়া এবং অবৈধ ব্যবসার মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী এমএলএম ব্যবসা পরিচালনা এবং ক্রিপ্টোকারেন্সি তে লেনদেন অবৈধ এবং নিষিদ্ধ।

এছাড়াও

রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দেশনেত্র ডেস্ক : রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় সেনাবাহিনীর অভিযান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *