ব্যাংকারদের পদোন্নতিতে ডিপ্লোমার শর্ত শিথিল
ফাইল ছবি

ব্যাংকারদের পদোন্নতিতে ডিপ্লোমার শর্ত শিথিল

নিজস্ব প্রতিবেদক :

ব্যাংকারদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা বা ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা পাসের বাধ্যবাধকতা কিছুটা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

গত ফেব্রুয়ারিতে পদোন্নতি সংক্রান্ত যে সার্কুলার জারি হয়েছিল,রোববার তা কিছুটা পরিবর্তন করে নতুন সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক । বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকীর স্বাক্ষরিত এক সার্কুলারে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পূর্বের সার্কুলার অনুযায়ী ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সিনিয়র অফিসার অথবা সমতুল পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্তির জন্য দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) কর্তৃক আয়োজিত ব্যাংকিং ডিপ্লোমা (পরিবর্তিত নাম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম) পাস বাধ্যতামূলক করা হয়েছিল।

নতুন সার্কুলার অনুযায়ী, এক্ষেত্রে এক ধাপ পদোন্নতি নিতে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে না। তবে পরবর্তী পদোন্নতিতে ওই পরীক্ষায় পাস বাধ্যতামূলক হবে।

গত ফেব্রুয়ারিতে ওই সার্র্কুলার জারির সময়ে অনেক ব্যাংকের পদোন্নতি প্রক্রিয়াধীন ছিল। নতুন সিদ্ধান্তে পদোন্নতি আটকে যায় অনেকের। এতে ব্যাংকারদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। নতুন এ সিদ্ধান্তে অনেকের পদোন্নতির জট খুলল।

নিচে সার্কুলারটি তুলে ধরা হলো :

(ক) বিআরপিডি সার্কুলার নং-০৩/২০২৩ জারির অব্যবহিত পূর্বে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাগণ যে
পদে কর্মরত ছিলেন তার পরবর্তী এক ধাপে পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম-এ উত্তীর্ণের বাধ্যবাধকতা
হতে অব্যাহতি প্রাপ্ত হবেন। তবে, কর্মকর্তাগণের তৎপরবর্তী পদে পদোন্নতির ক্ষেত্রে সার্কুলারে বর্ণিত নির্দেশনা
অব্যশ্যই পরিপালিত হতে হবে।

(খ) ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদে অথবা উ”চতর পদে কর্মরত কোনো কর্মকর্তা অন্য
কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উ”চতর পদে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম-এ উত্তীর্ণ হতে হবে। তবে
বিআরপিডি সার্কুলার নং-০৩/২০২৩ জারির অব্যবহিত পূর্বে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের
কর্মকর্তা যে পদে কর্মরত ছিলেন তার অব্যবহিত পরবর্তী এক ধাপে অন্য কোনো ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং
প্রফেশনাল এক্সাম-এ উত্তীর্ণের বাধ্যবাধকতা হতে অব্যাহতি প্রাপ্ত হবেন। ব্যব¯’াপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা
নিয়োগের ক্ষেত্রে এতদ্সংক্রান্ত নীতিমালা অনুসরণীয় হবে।

(গ) বিআরপিডি সার্কুলার নং-০৩/২০২৩ অনুসারে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম-এ উত্তীর্ণের বাধ্যবাধকতা হতে অব্যাহতিপ্রাপ্ত
বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ জেনারেল ব্যাংকিং কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট এমন কোনো বিভাগে পদায়নের ক্ষেত্রে
ব্যাংকিং প্রফেশনাল এক্সাম-এ উত্তীর্ণ হতে হবে।

এছাড়াও

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *