দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সংগৃহীত ছবি

দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সৈয়দপুর প্রতিনিধি:

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি জেলা কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শেষ হয়। এর আগে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে মিলিত হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আবদুল্লাহ আল জুবায়ের বাবু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, এই সরকারের ছত্রছায়ায় গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন দেশে ধারাবাহিকভাবে মব সৃষ্টির মাধ্যমে মানুষ হত্যা করছে। সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে গড়ে তোলা হচ্ছে ভয়ংকর মব বাহিনী।
৭১ এর পরাজতি শক্তিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচনকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র শুরু করেছে। সকল ষড়যন্ত্র রুখে দিতে মাঠে রয়েছে বলে জানান বক্তারা।

এছাড়াও

বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে ‘শিবির–ইনকিলাব মঞ্চের হামলা’

বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে ‘শিবির–ইনকিলাব মঞ্চের হামলা’

দেশনেত্র ডেস্ক : বগুড়ায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচিতে শিবির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *