বলাৎকারের অভিযোগে ইমামকে গণপিটুনি, রাতে কারাগারে মৃত্যু
সংগৃহীত ছবি

বলাৎকারের অভিযোগে ইমামকে গণপিটুনি, রাতে কারাগারে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর পূবাইল হায়দ্রাবাদ এলাকায় শিশু বলাৎকারের অভিযোগে গণপিটুনি স্বীকার কারাবন্দি ইমামের মৃত্যু ঘটনা ঘটেছে।

রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।

এর আগে গতকাল রোববার একাধিক ছেলেশিশু–কিশোরকে ধর্ষণের অভিযোগে পূবাইল হায়দারাবাদ এলাকায় এই ইমামকে গাছে বেঁধে পিটিয়ে পূবাইল থানা পুলিশকে সোপর্দ করে স্থানীয় বাসিন্দারা ।পরে তাকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মৃত  ইমাম রইজউদ্দিন (৩৫) গাজীপুর মহানগরের গাছা মেট্রোপলিটন থানার জাঝর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবত পূবাইল থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকার আখলাছ জামে মসজিদে ইমামের ও খতিবের দায়িত্বে ছিলেন।

কারা সূত্রে জানা যায়,গতকাল রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বন্দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে প্রেরণ করে। গণধোলাইয়ের শিকার সংশ্লিষ্ট বন্দিকে কারাগারে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। শারীরিক ভাবে অসুস্থ থাকায় তাকে কারা হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়। রাত ২:৪৫ এর দিকে শারীরিক ভাবে অসুস্থ বোধ করায় এবং হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ায় তাকে কারা সহকারী সার্জন জরুরি ভিত্তিতে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের জানায়, বন্দির মরদেহ এখন কারারক্ষীদের পাহাড়ায় হাসপাতালের মর্গে সংরক্ষিত আছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

এছাড়াও

নাগরদোলায় তুলে অন্তঃসত্ত্বা স্ত্রীর গলা কেটে হত্যা, স্বামী আটক

নাগরদোলায় তুলে অন্তঃসত্ত্বা স্ত্রীর গলা কেটে হত্যা, স্বামী আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নাগরদোলায় উঠিয়ে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে স্বামী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *