মাদকবিরোধী ফেসবুক পোস্টের জেরে সাংবাদিককে কুপিয়ে হত্যা
সংগৃহীত ছবি

মাদকবিরোধী ফেসবুক পোস্টের জেরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি :

 

ময়মনসিংহে মাদকের বিরুদ্ধে ফেইসবুকে পোস্টের জেড় ধরে  স্থানীয় এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে ময়মনসিংহ নগরীর মাঝিপাড়া টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে নিজ বাসার সামনে বসেছিলেন সাংবাদিক স্বপন ভদ্র (৭০)। এমন সময় ছুরি নিয়ে অতর্কিত হামলা চালায় প্রতিবেশী সাগর মিয়া নামে এক যুবক। প্রথমে হাতের কব্জি কেটে আলাদা করে পরে ঘাড়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, স্বপন ভদ্র স্থানীয় দৈনিক স্বজন পত্রিকায় দীর্ঘদিন কর্মরত ছিলেন। গত ৫-৭ বছর ধরে সরাসরি সাংবাদিকতার সঙ্গে না থাকলেও, বিভিন্ন বিষয়ে লেখালেখি করতেন তিনি।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সাগর মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। সে একই এলাকার বাবুল মিয়ার ছেলে।

সফিকুল ইসলাম আরও  বলেন, এলাকায় মাদকের বিস্তার যেনো না ঘটে, এ নিয়ে প্রায়ই প্রতিবাদ করতেন স্বপন। তাই ক্ষিপ্ত হয়ে সাগর তাকে হত্যা করেছেন।

এছাড়াও

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *