তৃতীয় দফা বন্যার কবলে সিলেট
ফাইল ছবি

তৃতীয় দফা বন্যার কবলে সিলেট

সিলেট প্রতিনিধি :

 

 

তৃতীয় বার বন্যার কবলে পড়লো সিলেট। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে নতুন করে বন্যা দেখা দিয়েছে জেলার বিভিন্ন উপজেলায়। তবে এখনও আক্রান্ত হয়নি মহানগর।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সিলেট শহরে সুরমা নদীর পানি বিপদসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহীত হচ্ছে।

পাউবো জানায়,  পানি কমেছে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জাফলংয়ের বিভিন্ন নদীতে। কুশিয়ারা নদীর পানি এখনও তিনটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহীত হচ্ছে।

এদিকে জেলা প্রশাসকের তথ্যমতে, জেলার ১৩ উপজেলায় ৯৭টি ইউনিয়ন বন্যায় প্লাবিত। বন্যায় আক্রান্ত এক হাজার ১৭৬টি গ্রামের ৭ লাখ ১৬ হাজার ৫৮ মানুষ। জেলার ৬৫৩টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত আট হাজার ৩৫১ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

এর আগে সিলেটের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমীর হোসেন জানিয়েছিলেন, সড়ক ও জনপদের ৫৪৩ কিলোমিটার রাস্তার মধ্যে প্রথম দফায় ৩৮ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, দ্বিতীয় দফায় ক্ষতিগ্রস্ত হয় ৩৯.৪ কিলোমিটার রাস্তা।

সুরমা-কুশিয়ারা নদীতে পলি জমে গভীরতা কমে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার ভয়াবহতাও এবার বেড়েছে। পানি নিষ্কাসনের প্রাকৃতিক উৎসগুলো বিলীন হওয়ায় এই সমস্যা আরও বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী খুশি মোহন সরকার বলেছেন, আমরা প্রায় ২০টা নদী খননের পরিকল্পনা করছি।

যেভাবে হাওর ও শহরে উন্নয়ন করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হয়েছে তাতে ভবিষ্যতে সিলেট অঞ্চলের বন্যা নতুন শঙ্কার কারণ হতে পারে।

এছাড়াও

নরসিংদীতে আ. লীগের দু’গ্রুপের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ২

নরসিংদীতে আ. লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২জন নিহত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *