কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের সদরে নিজ ঘর থেকে আড়াই বছরের এক শিশুর মস্তক বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত দুলালী পাঁচগাছী ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের দুলাল-শাবনুর দম্পতির একমাত্র মেয়ে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিৎকার শুনে দুলালীর বাড়িতে গিয়ে ঘরের ভেতর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখি। এ সময় মরদেহের পাশে একটি রক্তমাখা বটি দেখতে পাই আমরা। পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত দুলালীর মা শাবনুর বলেন, দুপুরে মেয়েকে নদীতে গোসল করিয়ে বাড়িতে পাঠিয়ে দেই। পরে বাড়িতে এসে মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাইরে শিকল আটকানো ঘরের দরজা খুলে ভেতরে মেয়ের রক্তমাখা মরদেহ দেখি।
তিনি বলেন, ‘দীর্ঘদিন পর আল্লাহ আমাকে একটা মেয়েসন্তান দিয়েছে। সেই সন্তানকে আজ জবাই করা হলো। আমার অবুঝ শিশুকে যে খুন করেছে তার বিচার চাই। তার বিচার না হলে, আমি আমার জীবন শেষ করে দেব।’
কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুননবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কন্যাশিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।