বান্দরবানে ২ কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

বান্দরবানে ২ কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার

 

বান্দরবান প্রতিনিধি :

 

বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) দুই জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ রোববার বাকলাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযান শেষে আরও দুই জনকে আটক করা হয়েছে।

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, এ অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দিবাগত রাত ৩টা থেকে আজ রোববার সকাল পর্যন্ত বাতলাই এলাকায় প্রচন্ড গোলাগুলির খবর পাওয়া যায়। গোলাগুলি থামার পর স্থানীয় বাসিন্দারা দুই জনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, ‘দুই জন কেএনএফ সদস্য নিহতের খবর পেয়ে আমাদের পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে আনা হবে। তবে এখনও সে সব এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।’

এছাড়াও

পদত্যাগ করে দলের দায়িত্ব নিন, প্রধান উপদেষ্টাকে দুদু

পদত্যাগ করে দলের দায়িত্ব নিন, প্রধান উপদেষ্টাকে দুদু

দেশনেত্র প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস তার ছেলেদের দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *