গাজীপুর গাড়িচাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ
সংগৃহীত ছবি

গাজীপুর গাড়িচাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

 

গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকালে জেলার কুনিয়া বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছে কারখানার শ্রমিকরা। এ সময় উত্তেজিত জনতা ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।

নিহত পোশাক শ্রমিকের নাম মুনিরা (৩০)। তিনি বার্নহার্ডজ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্লেজার-২ সেকশনে কর্মরত ছিলেন।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের কুনিয়া বড়বাড়ি এলাকায় আজ সকাল ৮টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার একটি গাড়ি এক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ সময় আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। একপর্যায়ে  উত্তেজিত জনতা ইট-পাটকেল ছুড়ে অন্তত ১৫-১৬টি যানবাহনের কাচ ভাঙচুর করেন। পরে সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা।

গাজীপুরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।

এছাড়াও

রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দেশনেত্র ডেস্ক : রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় সেনাবাহিনীর অভিযান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *