রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের।বুধবার দিনগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর মকবুলের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজবাড়ী সদর থানার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম মমিন (৩২) ও সাইফুল ইসলাম সুমন (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন মমিন। তিনি বাড়িতে আসলে ছোট ভাই সুমন বাইক নিয়ে তাকে গোয়ালন্দ ঘাটে আনতে যায়। এসময় বাড়ি ফেরার পথে পেছন থেকে ট্রাকটি তাদের চাপা দেয়।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।