শিক্ষার্থীর লিঙ্গ পরিবর্তন সিরাজগঞ্জে
লোকেশন

শিক্ষার্থীর লিঙ্গ পরিবর্তন সিরাজগঞ্জে

জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে কলেজপড়ুয়া এক শিক্ষার্থীর লিঙ্গ রূপান্তরের খবর পাওয়া গেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই শিক্ষার্থী নিজে ও তার মা বিষয়টি জানিয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) বিকালে এলাকায় খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে মানুষের ভিড় জমে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকাল থেকেই ওই বাড়িতে মানুষের ভিড় বাড়তে থাকে। এই রূপান্তর নিয়ে উৎসুক আত্মীয়-প্রতিবেশীদের প্রশ্নের যেন শেষ নেই। মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারটিকে।

তমা সরকার জানান, ২০২৩ সালে এসএসসি পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে হঠাৎ তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। বিষয়টি নিজের মধ্যেই চাপা রাখেন। এভাবে কিছুদিন কেটে যায়। পরে সে রাজশাহী একটি কলেজে এইচএসসিতে ভর্তি হন। আর এরই মাঝে সহপাঠীকে জানালে তারা তার বাবা-মাকে জানান।

মা-বাবা বিষয়টি জানতে পেরে রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা করে রূপান্তরের বিষয়টি নিশ্চিত হন।

তার বাবা জানান, স্থানীয় স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পাস করে তার মেয়ে। এসএসসি পাসের পর রাজশাহীতে কলেজে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করে। আর এ সময়  তার সহপাঠী প্রথমে পুরুষে রূপান্তর হওয়ার বিষয়টি তাকে জানান। পরে হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিলে বিষয়টি নিশ্চিত হন।

মা বলেন, আমি তার শারীরিক পরিবর্তন দেখেছি। একইসঙ্গে তার জীবনযাপন ও আচরণে পরিবর্তন এসেছে। হিন্দু ধর্মের কিছু রীতিনীতি থাকায় নাম এখনও পরিবর্তন করে নতুন নাম রাখা হয়নি।

ওই ইউনিয়নের চেয়ারম্যান মইনুল হক বলেন, ঘটনাটি অনেকদিন আগে ঘটলেও বিষয়টি আজকে জানাজানি হয়েছে। আমি নিজেও বিষয়টি নিশ্চিত হয়েছি যে ঘটনা সত্য।

এছাড়াও

পদত্যাগ করে দলের দায়িত্ব নিন, প্রধান উপদেষ্টাকে দুদু

পদত্যাগ করে দলের দায়িত্ব নিন, প্রধান উপদেষ্টাকে দুদু

দেশনেত্র প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস তার ছেলেদের দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *