মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বেলুন এর সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত 
স্বজনদের আহাজারি

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বেলুন এর সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত 

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষে আনা বেলুন এর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক জন নিহত হয়েছে।

আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় গণশুনানি স্থলে এই ঘটনা ঘটে।

এঘটনায় মো. আনোয়ার ব্যাপারী (৫০) নামের বেলুন বিক্রেতা মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন কবির হোসেন (২৩) নামের আরেক বেলুন বিক্রেতা।

নিহত মো. আনোয়ার ব্যাপারী ফরিদপুর জেলার কোতয়ালী থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। আর আহত কবির হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে ।

মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভোর সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় ওই দুই বেলুন বিক্রেতা বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়ার জন্য বেলুন ফোলাচ্ছিলেন। এ সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুজন গুরুতর আহত হন। বিস্ফোরণে আনোয়ার ব্যাপারীর একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে মানিকগঞ্জ সদর থানা ও ফায়ার সাভিয়ের কর্মকর্তারা আহতদের উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নেয়। আহত আনোয়ার ব্যাপারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পথে রাস্তায় মারা যান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, নিহত আনোয়ার ব্যাপারীর মরদেহ সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এছাড়াও

নরসিংদীতে আ. লীগের দু’গ্রুপের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ২

নরসিংদীতে আ. লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২জন নিহত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *