চট্টগ্রাম প্রতিবেদক :
চট্টগ্রামে একটি গোয়ালঘরে আগুন লেগে ৪টি গরু, ২টি ছাগল পুড়ে গেছে। তার মধ্যে ২টি ছাগল মারা গেছে। গরুগুলোর অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে আজ মঙ্গলবার সকাল নয়টায় স্থানীয় আনোয়ার হোসেনের গোয়ালঘরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গরুর মালিক আনোয়ার হেসেন বলেন, শীতের ঘন কুয়াশার মধ্যে ভোরে বের না হয়ে ঘরে অবস্থান করছিলাম। সকাল ৯টার দিকে গোয়াল ঘরে আগুন দেখে দ্রুত বের হই। মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায় আর এতে আমার চারটি গরু, দুই ছাগল ও চারটি কবুতর পুড়ে গেছে।গরু গুলো বাঁচানো সম্ভব হবে না। যার দাম ৪ লক্ষাধিক টাকার বেশি হবে। এতে আমার সহায় সম্বল হারিয়ে নি:স্ব হয়ে গেলাম।
এতে ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেনের পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চাতরী ইউপি চেয়ারমান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, আগুন লাগার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যাই। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় একটি পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।