সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ ভারতীয় নাগরিক নিহত
সংগৃহীত ছবি

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ ভারতীয় নাগরিক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে।

নিহত দুই ভারতীয় নাগরিক হলেন- ছবি বিশ্বাস (৩৬) ও অসীম কুমার (৪৫)। তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। আহত প্রাইভেটকারচালক সজীব বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে প্রাইভেটকারযোগে সাতক্ষীরায় আসছিলেন তারা। এ সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তাদের মধ্যে দুজন নিহত হন।

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, নিহত ওই দুইজন ভারতীয় নাগরিক স্বামী ও স্ত্রী। তারা খুলনা মোংলা রেললাইন প্রকল্পে চাকরি করতেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাকচালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এছাড়াও

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ড নিহতের জেরে ১৯ দেশের গ্রিন কার্ড পুনঃযাচাই এবং বাংলাদেশে এর সম্ভাব্য প্রভাব

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ড নিহতের জেরে ১৯ দেশের গ্রিন কার্ড পুনঃযাচাই এবং বাংলাদেশে এর সম্ভাব্য প্রভাব

তরু আহমেদ : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বুধবার (২৬ নভেম্বর) ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলির ঘটনায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *